Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরাও পারি— এ আত্মবিশ্বাসে সবাই কাজ করবেন: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২২ ১৫:৪০

ঢাকা: মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পর যেভাবে মর্যাদা নিয়ে চলেছি— সেই আত্মবিশ্বাস নিয়েই সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরাও পারি। শুধু উন্নত দেশ পারবে তা না, আমরাও পারি। ইনশাআল্লাহ, আমরা একদিন আমাদের দেশকে সেই উন্নত দেশে প্রতিষ্ঠিত করতে পারব— এটিই আমাদের বিশ্বাস।

রোববার (৩ জুলাই) সকালে মন্ত্রণালয়/বিভাগ সমূহের ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং বার্ষিক কর্মসম্পাদন পুরস্কার ২০২২ ও শুদ্ধচার পুরস্কার-২০২২ বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি ওসমানী স্মৃতি মিলনায়তনে যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

অর্থ ছাড়ে কার্পণ্য না করার জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এর আগে যতবার দেখেছি, সব অর্থমন্ত্রী একটু বেশি কৃপণ থাকেন। তবে আমাদের এই অর্থমন্ত্রী কখনও কৃপণতা করেননি। যখন যা বলা হয়েছে, তিনি যথেষ্ট উদার ছিলেন। এ জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। তার কারণেই আমরা অনেক কাজ সহজভাবে করতে পেরেছি।’

সব থেকে বড় কাজ পদ্মা সেতু জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘আপনারা জানেন যে, এই সেতু নির্মাণ নিয়ে আমাদের ওপর একটা বদনাম দেওয়ার চেষ্টা হয়েছিল। শুধু সরকার বা রাষ্ট্রের ওপরে না, এমনকি আমার পরিবারের ওপর। আমার ছোট বোন, আমার ছেলে-মেয়ে, বোনের ছেলে কেউ বাদ যায়নি। আমার মন্ত্রী সচিব, উপদেষ্টা; প্রত্যেকের জীবনটাকে দুর্বিষহ করে তোলা হয়েছিল। কিন্তু আমি জানতাম যে, না পদ্মা সেতুর ব্যাপারে কোনো দুর্নীতি হয়নি। সে বিশ্বাস আমার ছিল।’

‘একটা পর্যায়ে আমি ঘোষণা দিয়েছিলাম নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করব। এটি দেশের অনেকেই বিশ্বাস করতে পারেননি বা বিদেশেও অনেকের পক্ষে এটি মেনে নেওয়াই সম্ভব হয়নি যে, আমরা পারি।’

বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, ‘দুভার্গ্যের বিষয় হলো যে, দীর্ঘদিন সামরিক শাসন চলাকালীন আমাদের এত বেশি পরনির্ভরশীল করা ফেলা হয়েছিল। আমাদেরও যে একটা শক্তি আছে সক্রিয়তা আছে বা আমাদের কর্মক্ষমতা আছে বা চিন্তা চেতনা আছে, সেটিই মানুষ যেন ভুলতে বসেছিল।’

এটিই সব থেকে দুর্ভাগ্যের বলে মনে করেন সরকারপ্রধান শেখ হাসিনা।

মানুষ যখন ভুলে যায় বা নিজের শক্তি সম্পর্কে আত্মবিশ্বাস হারায় তখন সেই জাতিকে টেনে তোলা খুব কষ্টকর জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বাঙালি জাতি সম্পর্কে এটিই বলব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ৭ই মার্চের ভাষণে যে কথা বলেছিলেন যে, কেউ দাবায়ে রাখতে পারবা না। এই দাবায়ে রাখতে পারবা না তিনি বলে গিয়েছিলেন এই জন্য যে, তিনি বাংলার মানুষকে চিনতেন।’

‘আমিও তার কন্যা হিসেবে অন্তত তার পাশে থেকে মানুষকে কিছুটা চেনারও সুযোগ পেয়েছিলাম। সেই সাহস নিয়েই বলেছিলাম নিজেদের অর্থায়নে পদ্মা সেতু আমরা করব। আজকে সেই পদ্মা সেতু করতে পেরেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এটি শুধু একটা ইট-কাঠ বা স্টিল বা কংক্রিটের একটি স্তম্ভ না বা একটি স্থাপনা না। এটি আমাদের আত্মমর্যাদার একটি নির্দশন। আমরা বাঙালি জাতি হিসেবে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। আমরা বিজয়ী জাতি, সেই বিজয়ী জাতি হিসেবে আমাদের মর্যাদার নিদর্শন এই পদ্মা সেতু।’

শেখ হাসিনা বলেন, ‘হ্যাঁ, আমরা পারি। বিশ্বের সব থেকে খরস্রোতা নদী আমাজন এবং পদ্মা । সেই পদ্মা নদীতে আমরা শুধু সেতু না, রেল সেতুও আমরা বছরখানেকের মধ্যে চালু করতে পারব।’

‘এটিই আমি মনে করি, এই একটা সিদ্ধান্ত সারাবিশ্বে মানুষের মর্যাদা বৃদ্ধি করেছিল। বিশ্ব দরবারে আমাদের দেশের কোনো জনগণকে মাথা নিচু করে চলতে হবে না। আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলব। আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব। জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন, আমি বলতে পারি সেই স্বপ্ন আমরা অনেকটাই বাস্তবায়ন করতে পেরেছি।’

কাজেই আমরা আমাদের সুর্নিদিষ্ট লক্ষ্য বাস্তবায়ন করে এগিয়ে যাচ্ছি। তাই এই বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, ‘আজকে যারা বাস্তবায়নের সঙ্গে জড়িত আছেন। তাদের সবাইকে বলব, সবসময় নিজেকে একটি মর্যাদাশীল রাষ্ট্র, একজন মর্যাদাশীল জাতির সদস্য হিসেবে-এটা মাথায় রেখে এবং আমাদের যা কিছু সম্পদ আছে সেগুলো কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চিন্তা আমাদের করতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনারা সবাই এইভাবেই চলবেন। ইনশাআল্লাহ বাংলাদেশের যে অগ্রযাত্রা সেটি অব্যাহত থাকবে।’

ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন মুক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় মন্ত্রীর পাশে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সারাবাংলা/এনআর/একে

পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর