Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির ‘ক’ ইউনিটে পাস ১০.৩৯ শতাংশ

ঢাবি করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২২ ১৩:০৪ | আপডেট: ৪ জুলাই ২০২২ ১৫:২৫

ঢাকা: ২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষায় পাস করেছে শতাংশ শিক্ষার্থী। পাশকৃত মোট শিক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৪৬৬ জন।

সোমবার (৪ জুলাই) দুপুর সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের অধীন বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসী, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইন্সটিটিউট, পুষ্টি ও খাদ্য-বিজ্ঞান ইন্সটিটিউট, তথ্য প্রযুক্তি ইন্সটিটিউট, ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধীনে ৩৩টি বিভাগ রয়েছে।

সারাবাংলা/একে

ক ইউনিট টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি