Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মানুষের শক্তিই আমার কাছে বড় শক্তি’

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২২ ১৯:২১

ঢাকা: অন্য কোনো শক্তি নয়, মানুষের শক্তিই আমার কাছে বড় শক্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৪ জুলাই) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, ‘করোনায় অনেক উন্নত দেশও বিনামূল্যে ভ্যাকসিন দিতে পারেনি। কিন্তু বাংলাদেশে আমরা বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছি। সবাই একযোগে কাজ করছি বলেই করোনা-বন্যাসহ যেকোনো পরিস্থিতি আমরা মোকাবিলা করতে পারছি। দেশের উন্নয়নে প্রতিটি কাজ অত্যন্ত পরিকল্পিতভাবে করা হচ্ছে বলেই মানুষ ভালো আছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন হয়েছে। জেল-জুলুম হয়েছে। অনেক মানুষ মারা গেছে, অনেক লাশ হারিয়ে গেছে।’

বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আইয়ুব খান, ইয়াহিয়া খান, এরশাদ, জিয়া সব আমলেই আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন করা হয়েছে। কিন্তু শত নির্যাতনের মধ্য দিয়েও আওয়ামী লীগ সাংগঠনিকভাবে সব সময় শক্তিশালী ছিল। বিশেষ করে আওয়ামী লীগের মাঠকর্মীরা সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং তারাই কিন্তু দলকে ধরে রেখেছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুন্নত দক্ষিণ ও উত্তরাঞ্চলের অবস্থা তুলে ধরে বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর আমি যখন দেশে ফিরে আসি, তখন সবচেয়ে অবহেলিত ছিল দক্ষিণাঞ্চল। উত্তরাঞ্চল ছিল মঙ্গা কবলিত এলাকা। তখন মানুষের (উত্তরাঞ্চল) গায়ে মাংস ছিল না। তাদের খাবার ছিল না। রোগের চিকিৎসা ছিল না। আর প্রতিবছর দুর্ভিক্ষ হতো। তখন থেকেই আমি প্রতিজ্ঞা করি, যখন সুযোগ পাব, তখন দেশের জন্য কাজ করব। এখন উত্তরাঞ্চলে মঙ্গা নাই। পদ্মা সেতু চালু হওয়ায় দক্ষিণাঞ্চলের মানুষেরও আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে।’

এ সময় এমপি শেখ হেলাল উদ্দীন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা টু‌ঙ্গিপাড়া থে‌কে সড়ক প‌থে বিকেল ৩টা ২৮ মি‌নিটে ঢাকার উদ্দেশে রওনা হন। তার সঙ্গে ছিলেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ প‌রিবারের অন্যান্য সদস‌্য।

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ও তার প‌রিবারের সদস‌্যদের মধ্যাহ্নভোজে ছিল ১০ পদের খাবার। এর মধ‌্য থেকে প্রধানমন্ত্রী ইলিশ মাছের পাতুরি খুব মজা করে খেয়েছেন। এছাড়া লইট্টা মা‌ছের শুঁট‌কি, চিংড়ি দিয়ে কচুর ল‌তি ও চিংড়ি দি‌য়ে করলার তরকা‌রি খে‌য়ে‌ছেন।

এর আগে, পদ্মা সেতু পার হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে সকাল ১০টা ৫০মিনিটে গোপালগঞ্জের মুকসুদপুরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে বেলা ১১টা ২০মিনিটে তিনি গোপালগঞ্জ সদরে পৌঁছান। দুপুর পৌঁনে ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

সারাবাংলা/এনআর/পিটিএম

টপ নিউজ প্রধানমন্ত্রী বড় শক্তি মানুষের শক্তি শেখ হাসিনা


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর