Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুত্রের সামনে পিতাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২২ ১৬:৩৫ | আপডেট: ৬ জুলাই ২০২২ ০৮:০৯

ফরিদ শেখ

বাগেরহাট: জেলার মোরেলগঞ্জ উপজেলায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক জাহাঙ্গীর হাওলাদারকে (৪০) হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— ফরিদ শেখ (৩৮) এবং তার ছেলে ২ নং আসামি আসিফ শেখ (২০)।

হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মাথায় মঙ্গলবার (৫ জুলাই) বেলা ২টার দিকে খাজুরবাড়িয়া গ্রামের একটি নির্জন বাড়ির মুরগীর খোপের মধ্য হতে ফরিদকে গ্রেফতার করে পুলিশ। একই সময় বাগানের মধ্য হতে আসিফকেও গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. শাজাহান আহমেদসহ পুলিশের একটি টিম ওই অভিযান পরিচালনা করেছেন। ঘটনাস্থল থেকে থানার এসআই মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চত করেন। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

এর আগে, গতকাল সোমবার বেলা ২টার দিকে মোরেলগঞ্জ সদরের প্রাণিসম্পদ অফিসের সামনে মোটরসাইকেল চালক বারইখালী গ্রামের (নিকারিপাড়া) রশিদ হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদারকে তার ছেলে সাকিবের সামনে ধারাল অস্ত্র দিয়ে কুপিয় হত্যা করে ফরিদ ও তার সহযোগীরা। এ সময় জাহাঙ্গীরের ছেলে সাকিব (২০) গুরুতর জখম হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সারাবাংলা/এনএস

বাগেরহাট মোরেলগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর