Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২২ ১৮:০৪

পটুয়াখালী: জেলার কলাপাড়া উপজেলায় আবুল কালাম (৫০) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ জুলাই) সকাল ১০টায় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত কালাম চাকামাইয়া ইউনিয়নের কাছিম খালি গ্রামের মৃত বনি আমিনের ছেলে।

দুস্থ মানুষদের নিয়ে কাজ করা অন্যদান’র প্রতিষ্ঠাতা মিন্টু মিয়া জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করেছি। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। দ্রুতগামী কোনো যানবাহনের ধাক্কায় আঘাতপ্রাপ্ত হয়ে তার মুত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, আবুল কালামের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এনএস

পটুয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর