Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাভারে শিক্ষক উৎপল হত্যাকাণ্ড: জিতুর বাবার দোষ স্বীকার

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২২ ২০:২৯

ঢাকা: রাজধানীর অদূরে সাভারে শিক্ষক উৎপল কুমার সরকার হত্যাকাণ্ডের মূল আসামি বখাটে জিতুর বাবা মো. উজ্জল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (৫ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামানের আদালত আসামির জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে উজ্জলকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই এমদাদুল হক। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়া তা রেকর্ড করার আবেদন করে পুলিশ।

গত ২৯ জুন উজ্জলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরদিন মূল আসামির জিতুরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জুন রাতে কুষ্টিয়া জেলার কুমারখালী থানা এলাকা থেকে উজ্জলকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।

প্রসঙ্গত, ২৫ জুন দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে ওই শিক্ষকের ওপর অতর্কিত হামলা চালিয়ে ক্রিকেটের স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র জিতু। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুন ভোরে শিক্ষক উৎপল কুমার সরকার মারা যান।

ওই ঘটনায় আশুলিয়া থানায় নিহত শিক্ষকের ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে জিতুসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

সারাবাংলা/এআই/একেএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর