Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে গণধর্ষণের প্রতিবাদে ঝাড়ু মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২২ ০৮:৪৫

খাগড়াছড়ি: জেলার সদর উপজেলার দেওয়ানপাড়া গ্রামে এক পাহাড়ি নারীকে গণধর্ষণের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন। এছাড়াও এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে দেশের ক্রিয়াশীল ৮টি ছাত্র সংগঠন।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গতকাল মঙ্গলবার (৫ জুলাই) ঝাড়ু মিছিল করে হিল উইমেন্স ফেডারেশনের শতশত নারী। অপরদিকে এক বিবৃতিতে নিন্দা জানায় প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।

বিজ্ঞাপন

ওই বিবৃতিতে বলা হয়, গত ২৭ জুন জেলায় সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের দেওয়ানপাড়া নামক স্থানে রাত্রিযাপনের উদ্দেশ্যে বান্ধবীর বাসায় অবস্থানকালে সন্ধ্যা ৭টা দিকে পাড়ার চিহ্নিত মাস্তান ও সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য পিন্টু চাকমা, সাধু চাকমা ও জেকশন চাকমা ওই ভুক্তভোগী নারীকে বাসা থেকে তুলে নিয়ে পাশ্ববর্তী ক্লাবে মারধর ও জোরপূর্বক গণধর্ষণ করে। এতে ওই নারী গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

চিহ্নিত ধর্ষকদের এখনো গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ প্রকাশ করে নেতারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির ফলে ধর্ষকরা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। এমনকি হাসপাতালে চিকিৎসা শেষে ওই নারী ধর্ষকদের বিরুদ্ধে সদর থানায় মামলা করতে গেলে পুলিশ প্রথমে মামলা গ্রহণ করেনি। পরে আদালতে গিয়ে মামলা করতে বাধ্য হন তিনি।

অবিলম্বে গণধর্ষণের হোতা পিন্টু, সাধু, জেকশন চাকমাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ভুক্তভোগীর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান ছাত্র নেতারা।

বিজ্ঞাপন

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি ডা. জয়দ্বীপ ভট্টাচার্য, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম সোহেল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নজির আমিন চৌধুরী জয়, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মঈনুদ্দিন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি তাওফিকা প্রিয়া এবং বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা ওই যৌথ বিবৃতিতে সই করেন।

সারাবাংলা/এনএস

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি গণধর্ষণ ঝাড়ু মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর