Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ কোটি আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তাকে জামিন দেননি হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২২ ১৯:০৪

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের মামলায় যমুনা ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক (ব্রাঞ্চ ম্যানেজার) শওকত আরমানের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশিদ আলম খান।

মামলার বিবরণে জানা যায়, শওকত আরমান যমুনা ব্যাংক বগুড়া শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত থাকাকালে ২০১৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ২৪ জন গ্রাহকের ১২ কোটি ১৬ লাখ টাকা জালিয়াতির মাধ্যমে অন্যের অ্যাকাউন্টে স্থানান্তর করেন। পরে সেই টাকা নিজের অ্যাকাউন্টে স্থানান্তর করে আত্মসাৎ করেন তিনি। এমন খবর জানতে পেরে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তে প্রাথমিকভাবে জালিয়াতির বিষয়টি প্রমাণিত হয়। এরইমধ্যে তিনি বদলি হয়ে অন্যত্র চলে যান।

২০২০ সালে ২৮ জুলাই রাতে বগুড়ার যমুনা ব্যাংকের শাখায় অভিযান চালিয়ে আরমানকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি আত্মসাতের কথা স্বীকার করেন।

২৯ জুলাই দুদক সমন্বিত বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আরমানের বিরুদ্ধে মামলা করে।

এ মামলায় আরমানের তিন সহযোগীকেও গ্রেফতার করা হয়।

সারাবাংলা/কেআইএফ/একে

জামিন ব্যাংক কর্মকর্তা হাইকোর্ট

বিজ্ঞাপন

বিদেশ বিভুঁই। ছবিনামা-১
২৪ নভেম্বর ২০২৪ ২৩:০০

আরো

সম্পর্কিত খবর