Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে বন্যার্তদের জন্য ১০০ গরু কোরবানি দিচ্ছেন ফারাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২২ ২২:৫১ | আপডেট: ৮ জুলাই ২০২২ ০০:০৪

সিলেট: সিলেটে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের ইদ আনন্দে সামিল করতে ১০০টি গরু কোরবানি দিচ্ছেন স্যোসাল মিডিয়ার পরিচিত মুখ ফারাজ করিম চৌধুরী।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল বাজার থেকে ৬০ থেকে ৮০ হাজার টাকা দামের এসব গরু কেনেন তিনি।

এসময় ফারাজের সঙ্গে তার বাবা চট্টগ্রাম-৬ (রাউজান) সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি ছেলের এ আয়োজনে উৎসাহ দিতে অংশ নিয়েছেন বলে জানান।

ফারাজ জানান, সিলেটে বন্যায় মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার্ত এসব মানুষ হাতের টাকা দিয়ে ঘরবাড়ি নির্মাণ কিংবা সংস্কার করছেন। এতে অনেকেই কোরবানি দিতে পারবেন না। তাই তিনি ইদুল আজহার দিন ১০০টি গরু কোরবানি করে উপজেলার প্রায় ১০ হাজার পরিবারের কাছে মাংস পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন।

এই কঠিন সময়ে কোনো পরিবার ইদের দিনে এক বেলা হলেও যেন গরুর মাংস খেতে পারেন, সেটিই চান বলে জানান ফারাজ।

সারাবাংলা/টিআর

ফারাজ করিম চৌধুরী বন্যার্তদের জন্য কোরবানি