Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২২ ১৬:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় আব্দুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শুক্রবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার এলাকায় অজ্ঞাত গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান বরগুনা জেলার তালতলী উপজেলার স্লুইজগেট এলাকার মোকছেদ জমাদ্দারের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন জানান, মাদারীপুর থেকে ঢাকা-বরিশাল মহাসড়ক ধরে মোটরসাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিলেন আব্দুর রহমান। পথে অজ্ঞাত গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আব্দুর রহমান গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/একে

ইদযাত্রা দুর্ঘটনা বরিশাল মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর