Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোস্টগার্ডের অভিযানে ১১ লাখ মিটার জালসহ ২৩ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২২ ১৮:৫৪

পটুয়াখালী: নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে মাছ ধরার অপরাধে ২টি ট্রলারে ১১ লাখ মিটার জাল জব্দসহ ২৩ জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার (৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত নিজামপুর কোস্টগার্ড স্টেশন ও মৎস্য বিভাগ এই যৌথ অভিযান পরিচালনা করে।

জব্দ করা ট্রলার ২টি হলো এফবি ইসমাইল ও এফবি সিয়াম। ট্রলার দু’টি ভোলার বলে জানা গেছে।

পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা আটক জেলে ও জব্দ করা ট্রলারের মালিকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ট্রলারে থাকা আনুমানিক ৩০০ কেজি মাছ নিলামের মাধ্যমে ৪৫ হাজার টাকা বিক্রিও করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, জলদস্যুতা, বনদস্যুতা ও ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মৎস্য সম্পদের সুরক্ষা ও মাছের বংশবিস্তারে সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকার।

সারাবাংলা/এমও

২৩ জেলে কোস্টগার্ড জাল

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর