শনিবার যে সব এলাকায় খোলা থাকবে ব্যাংক
৮ জুলাই ২০২২ ১৯:০৬
ঢাকা: ঈদ উপলক্ষে বেশ কিছু এলাকায় শনিবার (৯ জুলাই) ব্যাংক খোলা থাকবে। তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে পূর্ণদিবস খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক বলেছে, এই দুদিন ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে।
এ ছাড়া এই দুই দিন বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা চালু থাকবে। তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে উল্লিখিত এলাকার বাইরে অবস্থিত কোনো ব্যাংকের শাখার ওপর চেক দেওয়া যাবে না।
নির্দেশানায় আরও বলা হয়, কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্ত করতে ব্যাংকগুলোকে বুথ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
ঈদের আগের রাত পর্যন্ত বিরতিহীনভাবে বিনা খরচে নোট যাচাইয়ের সেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সারাবাংলা/একে