বাসভবনে বিক্ষোভকারীদের হামলা, পালালেন শ্রীলংকার প্রেসিডেন্ট
৯ জুলাই ২০২২ ১৪:২৮
শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সরকারি বাসভবনে হামলা চালিয়েছে হাজার হাজার বিক্ষোভকারী। এ সময় প্রেসিডেন্ট তার বাসভবন থেকে পালিছেন বলে জানা গেছে। খবর বিবিসি।
অর্থনৈতিক সংকটে অব্যবস্থাপনার কারণে তার পদত্যাগের দাবিতে গত কয়েক মাস ধরে বিক্ষোভের পর সারাদেশ থেকে বিক্ষোভকারীরা মিছিল করে দেশটির রাজধানী কলম্বোতে তার বাসভবনে প্রবেশ করে।
খবরে বলা হয়েছে, এর মধ্যে গোতাবায়া রাজাপাকসেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শ্রীলংকায় হাজার হাজার সরকার বিরোধী বিক্ষোভকারী গাড়ি, ভ্যান এবং বাসে করে রাজধানীর উদ্দেশে যাত্রা করেছিল। দেশটির কর্মকর্তারা সংবাদ সংস্থা এএফপি’কে জানান, অনেক বিক্ষোভকারী সেখানে যাওয়ার জন্য ‘কমান্ডার্ড’ ট্রেনও ব্যবহার করেছে।
আরও পড়ুন: নৌ ঘাঁটিতে ‘লুকিয়ে’ মাহিন্দা রাজাপাকসে
এর আগে, গতকাল শুক্রবার (৮ জুলাই) রাতে বিক্ষোভ থামানোর জন্য কারফিউ জারি করে দেশটির সরকার। কিন্তু বিক্ষোকারীরা তা অমান্য করে কর্মসূচি অব্যাহত রাখে। তবে সুশীল সমাজ এবং বিরোধী দলগুলো তীব্র আপত্তির মুখে পরে কারফিউ তুলে নেওয়া হয়।
শনিবারের সমাবেশ শান্তিপূর্ণভাবে নিশ্চিত করার জন্য শ্রীলংকার সরকার এবং বিক্ষোভকারীদের প্রতি গতকাল শুক্রবার আহ্বান জানিয়েছিল জাতিসংঘ। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ শেষ হয়ে গেছে। ফলে প্রয়োজনীয় খাদ্য, জ্বালানি ও ওষুধ আমদানিতে হিমশিম খাচ্ছে সরকার। ভয়াবহ অর্থনৈতিক সংকটের জন্য প্রেসিডেন্ট রাজাপাকসেকে দায়ী করেন দেশটির জনগণ। গত মার্চ থেকে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে।
এর আগে, গত মে’তে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বড় ভাই মাহিন্দা রাজাপাকসে। মূলত অর্থনৈতিক সংকটের কারণে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি।
ওই সময় মাহিন্দা রাজাপাকসের ছেলের মালিকানাধীন একটি রিসোর্টে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এর আগে, রাজাপাকসের পদত্যাগের পর তার বাসভবনেও আগুন লাগিয়ে দিয়েছিল বিক্ষুব্ধ জনতা। সে সময় বাসভবন থেকে পালিয়ছিলেন সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। পরে দেশটির উত্তর-পূর্বের নৌবাহিনীর ঘাঁটিতে লুকিয়ে রাখা হয় বলে জানিয়েছিল দেশটির সামরিক বাহিনী।
সারাবাংলা/এনএস