পদত্যাগের ঘোষণা দিলেন শ্রীলংকার প্রেসিডেন্ট
১০ জুলাই ২০২২ ১০:৫৭
ঢাকা: শ্রীলংকার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। বিক্ষোভকারী জনতা তার বাসভবনে হামলা চালানোর পর দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাসভবনে আগুন দেওয়ার পর এই পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। খবর বিবিসি।
দেশটির পার্লামেন্টের স্পিকার বলেন, ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে’ পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট গোটাবায়া। একইসঙ্গে জনসাধারণকে ‘আইনকে সম্মান করার’ আহ্বান জানিয়েছেন তিনি।
আগামী ১৩ জুলাই গোটাবায়া রাজাপাকসে পদত্যাগ করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও পদত্যাগ করার কথা জানিয়েছেন। এই ঘোষণার পর পরই দেশটির রাজধানী কলম্বোজুড়ে আনন্দে মেতে উঠে বিক্ষোভকারীরা। এ সময় তারা আতশবাজির ফোটায়।
গতকাল শনিবারের (৯ জুলাই) গণঅভ্যুত্থানের পর অর্থনৈতিক সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য দেশটির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
দেশটির অর্থনৈতিক অব্যবস্থাপনা নিয়ে কয়েক মাস ধরে চলা বিক্ষোভের পর প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে গতকাল শনিবার কলম্বোর সড়কে নেমে আসে হাজার হাজার জনগণ। এ সময় প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। তবে তার আগেই গোটাবায়া পালিয়ে যান।
আরও পড়ুন:
- শ্রীলংকায় প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন
- পদত্যাগে প্রস্তুত বিক্রমাসিংহে
- বাসভবনে বিক্ষোভকারীদের হামলা, পালালেন শ্রীলংকার প্রেসিডেন্ট
সারাবাংলা/এনএস