Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বন্যা সহায়তায় জাতিসংঘ কিংবা অন্য দেশ ১ টাকাও দেয়নি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২২ ১১:২৯

সিলেট: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ‘বন্যা মোকাবিলায় ত্রাণ সহায়তা হিসেবে জাতিসংঘ কিংবা অন্য কোনো দেশের সরকার বাংলাদেশ সরকারকে একটি টাকাও দেয়নি। তাদের বিভিন্ন এনজিও আছে, তার মাধ্যমে তারা ত্রাণ বিতরণ করেছে। এনজিওগুলো ঠিক মতো দেয় কী না? না অন্যভাবে খরচ করে। এটা দেখা আপনাদের দায়িত্ব।’

রোববার (১০ জুলাই) সকালে ইদ জামাত শেষে সিলেটের শাহী ইদগাহ ময়দানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সরকার যে ত্রাণ দিয়েছে সেগুলোর একাউন্টেবিলিটি আছে। হিসাব-নিকাশ আছে। আমাদের কমিশনার, মেয়র, ডিসি সাহেবরা জনপ্রতিনিধিদের সমন্বয়ে লিস্ট তৈরি করে দেন। এগুলোর একটা একাউন্টেবিলিটি আছে। এবং আমাদের ওখানে কোনো মিডলম্যান নেই। দুর্নীতি হয়নি। আপনারা আমাদের থ্যাংক্স দেন; এই জেলায় দুর্নীতির পরিমান খুব কম।

তিনি বলেন, বিদেশি প্রতিষ্ঠান কাদের ত্রাণ দেয়, না দেয়, আমরা জানি না। আপনারা মিডিয়ার লোক হিসেবে সেগুলো আপনারা দেখভাল করেন।

সারাবাংলা/এএম

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর