Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইদুল আজহা আনন্দ ভাগাভাগির শিক্ষা দেয়: কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২২ ১২:২৮

ঢাকা: পবিত্র ইদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষে ইদের শুভেচ্ছা জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা এমন এক সময়ে ইদ উদযাপন করছি, যখন দেশের একটি এলাকার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত এবং করোনার সংক্রমণের ঊর্ধ্বগতিও দৃশ্যমান।

রোববার (১০ জুলাই) সকালে তিনি তার বাসভবনে ব্রিফিংকালে বলেন, এই প্রেক্ষাপটে একদিকে আমরা সবাই মানবিক কারণে বন্যার্ত মানুষের সহায়তায় আন্তরিক থাকব, অপরদিকে করোনা সংক্রমণ রোধে থাকব সর্বোচ্চ সচেতন।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, সামান্যতম অবহেলা, অসচেতনতা এবং স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা যেন ইদ আনন্দকে বিষাদে রূপ দিতে না পারে, সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে।

ওবায়দুল কাদের বলেন, ইদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আনন্দ ভাগাভাগির শিক্ষা দেয়। প্রতিবেশী কিংবা অসহায়ের প্রতি উদার-হস্ত হওয়ার দীক্ষা দেয়, তাই সবাই মিলে আসুন ইদ আনন্দ ভাগাভাগি করি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রীতির মাধ্যমে গড়ে তুলি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ।

সারাবাংলা/এনআর/এএম

ওবায়দুল কাদের

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর