Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে জুয়া খেলতে বাধা দেওয়ায় যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২২ ২৩:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ: জুয়া খেলা বাধা দেওয়ায় ছুরিকাঘাতে ঋত্বিক (২২) নামে এক যুবক খুন হয়েছে। নিহত ঋত্বিক নগরীর চকছত্রপুর এলাকার মিলন মিয়ার ছেলে। সোমবার (১১ জুলাই) রাত আটটার দিকে শহরের চকছত্রপুর এলাকায় এই খুনের ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ কামাল আকন্দ ঘটনাস্থল পরির্দশন করেছেন।

পরিবারের উদ্ধৃতি দিয়ে ওসি শাহ কামাল আকন্দ জানান, বিকেলে পাচঁটায় জুয়া খেলায় বাধা দেওয়ায় নিহত যুবকের বাবা মিলন মিয়ার সঙ্গে একই এলাকার টিপু (২৩) নামে এক যুবকের ঝগড়া হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মিটমাট হয়। কিন্তু রাত আটটার দিকে চকছত্রপুর এলাকার মধুর চায়ের দোকানের পিছনে ঋত্বিককে পিছন থেকে পিঠে ছুরিকাঘাত করে টিপু।

বিজ্ঞাপন

পরে রক্তাক্ত অবস্থায় ঋত্বিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ঋত্বিক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়লের একটি ছাত্রাবাসে রন্ধন কর্মচারী হিসেবে কাজ করতো। আর টিপু পেশায় রাজমিস্ত্রির কাজ করে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাবাংলা/এমও

জুয়া খেলা ময়মনসিংহ যুবক খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর