চট্টগ্রামে খালে পড়ে দুই শিশুর মৃত্যু
১২ জুলাই ২০২২ ১৬:৪৬
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বির্জা খালে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের আওতায় খালে বাঁধ দেওয়ায় জমে থাকা পানিতে পড়ে দুই শিশুর প্রাণহানি ঘটে। তারা পরস্পরের খালাতো ভাই।
মঙ্গলবার (১২ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে নগরীর ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডের কল্পলোক আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন মো. শামিম (১০) ও তার খালাতো ভাই রবিউল ইসলাম (৭)।
পুলিশ জানিয়েছে, শামিমের বাবা হতদরিদ্র মনির হোসেন কল্পলোক আবাসিক এলাকার প্রবেশমুখে সরকারি জমিতে টিনের ছাপড়া ঘর তুলে পরিবার নিয়ে বসবাস করেন। রবিউল কোরবানির ইদে তাদের বাসায় বেড়াতে এসেছিল।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম সারাবাংলাকে বলেন, ‘কল্পলোক আবাসিক এলাকার পাঁচ নম্বর ব্রিজের নিচে খালের পাড়ে দুই শিশু খেলছিল। খালে কোনো সীমানা প্রাচীর নেই। সেখানে জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলছে। খালে বাঁধ দেওয়ায় ব্রিজের নিচে পানি জমে ছিল। খেলতে গিয়ে অসতর্কতাবশত দুই শিশু সেখানে পড়ে গিয়ে তলিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ব বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মো. হারুন উর রশীদ সারাবাংলাকে বলেন, ‘বির্জাখালে জলাবদ্ধতা নিরসনের কাজ করছে সিডিএ। খালে বাঁধ দিয়ে কাজ করছিল। পানি যেতে না পারায় সেগুলো খালে জমে ছিল। কয়েকদিন আগে টানা বৃষ্টির সময় বাঁধ কেটে দেওয়া হয়েছিল। বৃষ্টি থামার পর আবার কাজ শুরু হয়। সেখানে আবারও বাঁধ দেওয়ায় পানি জমে যায়। খালের পাড়ে বেড়া দেওয়ার বিষয়ে সিডিএর পক্ষ থেকে আমাদের কিছু জানানো হয়নি।’
সারাবাংলা/আরডি/একে