Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপির অতিরিক্ত কমিশনার পদে রদবদল, ডিবি প্রধান হারুন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২২ ১৬:৫৪

ফাইল ছবি: হারুন অর রশীদ

ঢাকা: ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অতিরিক্ত কমিশনার পদে রদবদল করা হয়েছে। এতে পুলিশের গোয়েন্দা শাখা ডিবির প্রধান হয়েছেন হারুন অর রশীদ।

বুধবার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়।

ডিএমপির ডিসি মিডিয়া ফারুক হোসেন সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কমিশনারের আদেশ অনুযায়ী ডিআইজি পদ মর্যাদার হারুন অর রশীদকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার করা হয়েছে। আর গোয়েন্দা পুলিশের প্রধান এ কে এম হাফিজ আক্তারকে ডিএমপির (ক্রাইম এন্ড অপস) অতিরিক্ত কমিশনার করা হয়েছে।

ট্রাফিক বিভাগে চলতি দায়িত্বে থাকা মুনিবুর রহমানকে ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার করা হয়েছে। ডিএমপির যুগ্ম কমিশনার সৈয়দ নুরুল ইসলামকে ডিএমপির (লজিস্টিকস, ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) অতিরিক্ত কমিশনার করা হয়েছে। এ ছাড়া চলতি দায়িত্বে থাকা আসাদুজ্জামানকে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার করা হয়েছে।

আদেশ অনুযায়ী অবিলম্বে পদধারীদের নিয়োগ কার্যকর করা হবে।

সারাবাংলা/ইউজে/একে

ডিবি প্রধান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর