ফাঁস দিয়ে কবি নজরুল কলেজের শিক্ষার্থীর আত্মহত্যা
১৩ জুলাই ২০২২ ১৭:৫৮
ঢাকা: রাজধানীর উত্তর মুগদা আহমেদবাগ এলাকার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে অভিষেক ভদ্র (শুভ) (২৫) নামে যুবকের মৃত্যু হয়েছে। তিনি কবি নজরুল কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
বুধবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে মুগদা আহমেদবাগের নিজ বাসার ৪র্থ তলাতে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় অভিষেককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২টার দিকে তার মৃত্যু হয়।
মৃত শুভর চাচী রিনা রাণী ভদ্র জানান, আজ সকালে মা অর্চনা রাণী ভদ্রর সঙ্গে শুভর রাগারাগি হয়। অভিমানে নিজের রুমে ফ্যানের সঙ্গে গামছা পেচিয়ে গলায় ফাঁস দেন শুভ। স্বজনরা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন সেখানে তার মৃত্যু হয়।
স্বজনরা জানান, কবি নজরুল কলেজের মাস্টার্সের ছাত্র ছিলেন শুভ। তার বাবার নাম বুলু চন্দ্র ভদ্র।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এনএস