Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনে-রাতে দুইবার ডুবছে মোরেলগঞ্জ পৌর শহর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২২ ১৮:৩৫

ঢাকা: পূর্ণিমার তিথির প্রভাবে জোয়ারে দিনে এবং রাতে দুইবার ডুবছে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর শহর। পৌর বাজার এবং উপজেলার ৬টি ইউনিয়নের ১০টি গ্রাম প্লাবিত হয় দুইবার। এতে ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য, দাফতরিক কার্যক্রম। স্থবির হয়ে গেছে স্বাভাবিক চলাচল।

অস্বাভাবিক জোয়ারের পানিতে পানগুছি নদীর পশ্চিম পাড়ের ৬টি ইউনিয়নের ১০টি গ্রাম সোমবার (১৪ জুলাই) ডুবে যায়। ভেসে যায় শত শত পুকুরের মাছ। পৌর বাজারে জমে যায় হাঁটু পানি। পানিবন্দি হয়ে পড়ে বারইখালী, সরালিয়া গ্রামের অনেক পরিবার।

বিজ্ঞাপন

এদিকে কালাচাঁন দরগাহ এলাকার বারইখালী ১নং ওয়ার্ড প্লাবিত হয়। তলিয়ে যায় বারইখালী আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশের এলাকার শত শত বাড়ি।

সরেজমিনের ঘুরে দেখা যায়— খলিফা পট্টি, পাদুকা পট্টি, মেইন রোড, কলেজ রোড, এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়, কুঠি বাড়ি এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়। স্কুল ছুটির পর প্রাথমিক ও একাডেমির শিক্ষার্থীদের হাঁটু পানি ভেঙে প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরতে হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগী বলেন, ‘জোয়ার ভাটার এলাকায় ফসলি জমির কোনো ক্ষতির সম্ভাবনা নেই। জলাবদ্ধতা স্থায়ী হলে ক্ষতির হয়। এখানে জলাবদ্ধতা স্থায়ী নয়, তাই ক্ষতির সম্ভাবনা নেই।’

সারাবাংলা/একে

জোয়ার পানিবন্দি মোরেলগঞ্জ

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর