Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় ৯ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২২ ১৯:২৫

নেত্রকোনা: সীমান্তের কলমাকান্দায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। জব্দকৃত এসব শাড়ির দাম ৯ লাখ ৭০ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বুধবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে কলমাকান্দা উপজেলার লেংগুড়া বিওপির ১৬ সদস্যের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ভরতপুরে পরিত্যক্ত অবস্থায় এসব ভারতীয় শাড়ি জব্দ করে।

এসব শাড়ির মধ্যে রয়েছে ভারতীয় সানাজানা শাড়ি-৫০ পিস, সাগুন শাড়ি-১২০ পিস, এনভি ইনোভ্যাটিভ ডিজাইনার শাড়ি-১৬ পিস, সালমা স্লিক শাড়ি-২০ পিস, হাস্ট কারঘা ওয়েভিং শাড়ি-৫৯ পিস এবং কারঘা শাড়ি-৮৫ পিস। যার সর্বমোট সিজার মূল্য- ৯,৭০,০০০ হাজার টাকা।

জব্দকৃত চোরাচালানি মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর