Monday 14 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম দিনে ফিরলেন ১ হাজার ১৭৪ জন হাজি

সারাবাংলা ডেস্ক
১৫ জুলাই ২০২২ ২০:৪৬

ফাইল ছবি: বৃহস্পতিবার রাতে বাংলাদেশি হাজিদের নিয়ে প্রথম ফিরতি হজ ফ্লাইট অবতরণ করেন ঢাকায়

পবিত্র হজ পালন শেষে প্রথম দিনে তিনটি ফিরতি হজ ফ্লাইটে ১ হাজার ১৭৪ জন হাজি দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানের দুইটি ও সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন তারা। আগামী ৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশের হাজিদের নিয়ে ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দিবাগত রাতে হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বিভিন্ন এয়ারলাইন্স, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং বাংলাদেশ ও সৌদি আরবের হজ অফিস থেকে পাওয়া তথ্যের বরাতে এই বুলেটিন তৈরি করা হয়েছে।

বিজ্ঞাপন

হজ বুলেটিনে জানানো হয়েছে, সরকারি ব্যবস্থাপনার প্রথম ফিরতি হজ ফ্লাইট (বিজি-৩৫০২) ১৪ জুলাই জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। এর মধ্যে বাংলাদেশ বিমানের ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইন্সের ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী সৌদি আরব যান।

বাংলাদেশের হজযাত্রীদের জন্য হজ ফ্লাইট শুরু হয় গত ৫ জুন। গত ৫ জুলাই পর্যন্ত বিভিন্ন ফ্লাইটে করে হজযাত্রীরা যান সৌদি আরবে। এরপর ১৪ জুলাই থেকে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট।

হজ বুলেটিনে আরও জানানো হয়েছে, সৌদি আরবের আইটি হেল্প ডেস্ক থেকে ২৩ হাজার ৬৯৮টি সেবা দেওয়া হয়েছে। সেখানকার চিকিৎসাকেন্দ্র থেকে সেবা দেওয়া হয়েছে ২৩ হাজার ৬৪২ জনকে।

এছাড়া এ বছর সৌদি আরবে এখন পর্যন্ত ১৯ জন হজযাত্রী বা হাজি মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১৪ জন, নারী পাঁচ জন। এই ১৯ জনের মধ্যে মক্কায় ১৬ জন, মদিনায় দুই জন এবং জেদ্দায় এক জন মারা গেছেন। সবশেষ বৃহস্পতিবার টাঙ্গাইল জেলার মো. মোস্তাফিজুর রহমান (৬১) মারা গেছেন মক্কায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

ফিরতি হজ ফ্লাইট হজযাত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর