ঢাকায় ফেরার চাপ কমলাপুরে
১৬ জুলাই ২০২২ ১২:১৯
ঢাকা: ক্যালেন্ডারের হিসাবে ইদের ছুটি শেষ হয়েছে গত সোমবার। মঙ্গলবার (১২ জুলাই) অফিস খুললেও দেখা গেছে ইদের আমেজ। ভীড় দেখা যায়নি কমলাপুর রেলওয়ে স্টেশনেও। এবার সে চাপ চোখে পড়ল।
শনিবার (১৬ জুলাই) সকাল থেকে যে সব ট্রেন কমলাপুরে এসে থেমেছে তার প্রতিটিতেই যাত্রী ঠাঁসা ছিল। এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতেও যাত্রীদের সংখ্যা কম ছিল না। তবে ট্রেন ছাড়তে বিলম্ব হচ্ছে বলে যাত্রীদের অভিযোগ রয়েছে।
শনিবার (১৬ জুলাই) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে ঢাকামুখী যাত্রীদের ফেরার চাপ।
রেলওয়ের কর্মী সুমন ইসলাম সারাবাংলাকে জানান, অনেকেই হয়ত ইদের ছুটির সঙ্গে বাড়তি ছুটি কাটিয়েছেন সে জন্য সোমবারে যাত্রীদের চাপ কম ছিল। শুক্রবার এবং শনিবার সবচেয়ে যাত্রীদের চাপ বেশি। হয়ত কাল থেকে কমে যাবে।
চট্টগ্রাম থেকে ফেরা যাত্রী মোজাম্মেল হক জানান, তিনি সরকারের একটি অধিদফতরে কর্মরত। ইদের ছুটির সঙ্গে ঐচ্ছিক ছুটি হিসেবে তিনদিন ছুটি বেশি নেওয়ার পর এদিন ফিরতে হলো।
তিনি জানান, গত দুইবছর করোনার কারণে আত্মীয় স্বজনদের সঙ্গে ইদ করতে পারেননি। গত রোজার ইদেও যাননি। এবার কোরবানির ইদে সে জন্য একটু বেশি সময় ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন।
তিনি জানান, যাওয়ার সময় প্রচণ্ড ভীড় থাকলেও ফেরার সময় অনেকটা নির্বিঘ্নে ফিরতে পেরেছেন।
রাজশাহী থেকে আসা যাত্রী নিঝুম ও জানালেন একই কথা। তিনি বলেন, ‘যাওয়ার সময় অনেক কষ্ট করে গেছেন। এবার ফিরতেও যাত্রীদের ভীড় ছিল। কিন্তু ঝামেলা কম হয়েছে।’
এদিকে এদিনও ঢাকা ছেড়ে যেতে দেখা গেছে অনেককে। রাজশাহীগামীযাত্রী গণমাধ্যমকর্মী কবিরুল ইসলাম জানান, ইদের সময় ছুটি নিতে পারেননি। তাই এখন নিতে পেরে বাড়ি যাচ্ছেন।
তিনি বলেন, ‘অনেক ট্রেনই সময়মত স্টেশনে এসে পৌঁছায়নি। যে কারণে ট্রেন ছাড়তে দেরি করছে।’
খোঁজ নিয়ে জানা যায়, নীলসাগর এক্সপ্রেস সকাল ৬টা ৪০ মিনিটে কমলাপুর ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি পৌঁছায় সাড়ে দশটায়। স্টেশন থেকে দেরিতে ছেড়ে গেছে রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেসও।
কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার মো. মাসুদ সারোয়ার সারাবাংলাকে জানান, চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস ছাড়তে দেরি হওয়ার কারণ জয়পুরহাটে একতা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সেটির কারণে নীলসাগর এক্সপ্রেস ফিরতে দেরি করছে।
তিনি বলেন, ‘শনিবার মোট ৩৭ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করবে। এরমধ্যে দশটা পর্যন্ত ১৫টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও শুধুমাত্র নীলসাগর ছেড়ে যেতে দেরি হয়েছে।’
বাকিগুলো সময়মতো ছেড়ে গেছে বলে জানান তিনি।
সারাবাংলা/জেআর/একে