Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী রেলস্টেশন চাঁদাবাজ মুক্ত ও ট্রেনের যাত্রাবিরতির দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ১৪:৪৬

নরসিংদী রেলস্টেশনের এক নম্বর প্লাটফর্মে আয়োজিত মানববন্ধন

নরসিংদী: নরসিংদী রেলস্টেশনে বিগত সরকারের চাঁদাবাজদের হাত থেকে ব্যবসায়ীদের মুক্তি এবং সিলেট-চট্রগ্রামগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুরে নরসিংদী রেলস্টেশনের এক নম্বর প্লাটফর্মে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বৌয়াকুড়, বানিয়াছল ও খালপাড় এলাকার স্থানীয় বাসিন্দা ও যাত্রিরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের সময়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে জিম্মি অবস্থায় ছিলো স্টেশনসহ আশপাশের এলাকার ব্যবসায়ীরা। সরকারের পতন হলেও আবারও মাথাচারা দিয়ে উঠতে চেষ্টা চালাচ্ছে চক্রটি। এর ফলে ব্যবসায়ীসহ যাত্রিরা চরম ভোগান্তিতে পড়ছে।

বক্তারা আরো বলেন, ঢাকা থেকে সিলেট-চটগ্রামগামী আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি না থাকায় যাত্রীরা ভোগান্তির পাশাপাশি বৈষম্যের শিকার হচ্ছে। এজন্য দ্রুত সময়ের মধ্যে অন্তত দুটি আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির যৌক্তিক দাবি জানাচ্ছি।

সারাবাংলা/এনজে

চাঁদাবাজ দাবি নরসিংদী মানববন্ধন যাত্রাবিরতি রেলস্টেশন

বিজ্ঞাপন

পুলিশ একাডেমি থেকে এসপি ইমন আটক
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৩

আরো

সম্পর্কিত খবর