Thursday 14 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হচ্ছে ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২২ ১৭:৪২

ঢাকা: প্রতিবারের মতো এবারও ওয়ালটন-ক্র্যাব ইনডোর ও আউটডোর গেমস (ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল) শুরু হচ্ছে। আগামী ২০ জুলাই এ ফেস্টিভ্যাল শুরু হবে। শনিবার (১৬ জুলাই) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মিন্টুর পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, সাবেক সভাপতি ইসারফর হোসেন ইসা, সাবেক সহ-সভাপতি আমিনুর রহমান তাজ, ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), অ্যাডিশনাল ডিরেক্টর মেহরাব হোসেন আসিফসহ ক্র্যাব সদস্যরা।

বিজ্ঞাপন

এবারের ইভেন্টসমুহ হলো : দাবা, ক্যারম (একক, দ্বৈত), স্পেডট্রাম (ব্রিজ), অকশন ব্রিজ, শুটিং, ফুটবল, ক্রিকেট এবং ব্যাডমিন্টন। আগামী ২০ জুলাই দাবা খেলার মাধ্যমে ইনডোর গেমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এ দিন সকাল ১২টায় ক্র্যাব মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা অনুষ্ঠিত হবে। এরপর বেলুন উড়িয়ে উদ্বোধন করবেন আমন্ত্রিত অতিথিরা। খেলা পরিচালনা করবেন ক্র্যাবের সিনিয়র সদস্য শহিদুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস. এম মিন্টু হোসেন।

সংবাদ সম্মেলনে ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘প্রতিবারই ক্র্যাবের ক্রীড়া অনুষ্ঠানে সহযোগিতা করে আসছে ওয়ালটন গ্রুপ। আগের চেয়ে এবারের অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা বাড়ানো হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। এ ছাড়া এই ইভেন্ট শেষে আরেকটি বড় অনুষ্ঠান আয়োজনের চিন্তা ভাবনা করা হচ্ছে।’ এ ক্ষেত্রে ক্র্যাবের সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সংক্ষিপ্ত বক্তেব্যে ক্র্যাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, সাবেক সভাপতি ইসারফ হোসেন ইসা ও সাবেক সহ-সভাপতি আমিনুর রহমান তাজ এই আয়োজনের জন্য ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানান। পাশাপাশি সিনিয়র সাংবাদিকদের নিয়ে ক্রীড়া অনুষ্ঠানের আয়োজনের কথা উল্লেখ করেন। ভবিষ্যতেও এই ধারবাহিকতা অব্যাহত রাখতে ওয়ালটন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।

সারাবাংলা/ইউজে/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর