Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ওভারটেকিং করতে গিয়েই বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২২ ১৯:২৫

সিরাজগঞ্জ: তাড়াশের ঢাকা-রাজশাহী মহাসড়কের খালকুলায় আরপি পরিবহনের একটি বাস ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করতে গিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন ও পরে আরেকজনের মৃত্যু হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ‘আরপি পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। বাসটি বেপরোয়া গতিতে ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং করতে গিয়ে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সেই বাস ও ট্রাক গিয়ে আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

স্থানীয়রা বলেন, ‘যাত্রীবাহী বাস ওভারটেকিং করতে ভুল লেনে ঢুকে পড়লে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে ৪জনের মৃত্যু হয়। আরপি পরিবহনের বাসের চালকের অদক্ষতার কারণেই এই দুঘর্টনা ঘটেছে।’

এর আগে, শনিবার (১৬ জুলাই) দুপুর পৌনে দুইটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার খালকুলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয় ও এ ঘটনায় আহত হয় আরও ১০ জন।

সারাবাংলা/এমও

ওভারটেকিং বাস-ট্রাক বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর