হজে গিয়ে ২২ বাংলাদেশির মৃত্যু
স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২২ ১২:৫১
১৮ জুলাই ২০২২ ১২:৫১
ঢাকা: এবার সৌদি আরবে হজ পালন করতে গিয়ে ২২ জন হাজি মারা গেছেন। মারা যাওয়া হাজিদের মধ্যে ১৫ জন পুরুষ, নারী ৭ জন। এদের ১৮ জন মক্কা ও ৩ জন মদিনায় মারা গেছেন বলে ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। এর আগে ১৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী। গত ১৪ জুলাই থেকে শুরু হয় হাজিদের ফিরতি হজ ফ্লাইট। গত চার দিনে ২৭টি ফিরতি ফ্লাইটে মোট ৯ হাজার ৯৬৪ হন হাজি ফিরেছেন। আগামী ৪ আগস্ট শেষ হবে ফিরতি ফ্লাইট।
উল্লেখ্য, এবার বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি মিলিয়ে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পান।
সারাবাংলা/জেআর/এএম