Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে পুতিন-এরদোগান বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই ২০২২ ২১:৪৩

নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার (১৯ জুলাই) ইরান সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই দিন ইরানে যাবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেনের শস্য সমস্যা নিয়ে আলোচনা করবেন প্রেসিডেন্ট পুতিন।

পুতিনের আন্তর্জাতিক নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উসাকোভ জানিয়েছেন, ইউক্রেনের শস্য রফতানি নিয়ে এরদোগানের সঙ্গে পুতিনের আলোচনা হবে। এ পথে কাজ চালিয়ে যেতে প্রস্তুত রাশিয়া।

ইউরি উসাকোভ এমন সময় পুতিন-এরদোগানের শস্য নিয়ে আলোচনার বিষয়টি জানালেন, যখন শোনা যাচ্ছে, এ সপ্তাহের শেষে কৃষ্ণ সাগর দিয়ে শস্য বের করে নিতে ইউক্রেন, তুরস্ক, রাশিয়া এবং জাতিসংঘ একটি চুক্তি করবে।

এই সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন। তাছাড়া তুরস্ক-ইরান দ্বিপাক্ষিক বৈঠকও হবে। বর্তমানে রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব থাকায় এ বিষয়টিই এ তিন নেতার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সারাবাংলা/একেএম

এরদোগান টপ নিউজ পুতিন


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর