দুদকের তলবে হাজির হননি ডিএসসিসি নির্বাহী প্রকৌশলীসহ ৪ জন
১৮ জুলাই ২০২২ ২১:৪১
ঢাকা: বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী ও এক ঠিকাদারসহ চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে দুদকের তলবে সাড়া দেননি তারা।
সোমবার (১৮ জুলাই) দুদকে যে চার জনকে তলব করা হয়েছিল তারা হলেন— মেসার্স জি কে এন্টারপ্রাইজের মালিক, ডিএসসিসির আঞ্চলিক অফিসের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ, সহকারী প্রকৌশলী প্রেম ধন রুদ্রপাল ও উপসহকারী প্রকৌশলী মোল্লা আব্দুল মান্নান। তবে দুদকে হাজির হননি তাদের কেউই।
দুদক সূত্র জানিয়েছে, দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম সারাদিন এই চার জনকে জিজ্ঞসাবাদের জন্য অপেক্ষা করেন। কিন্তু তারা কেউ কমিশনে হাজির হননি। কোনো ধরনের যোগাযোগও করেননি।
এর আগে, গত ১৪ জুলাই দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো তলবি নোটিশে ১২ প্রকৌশলী ও ঠিকাদারদের হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করেন অনুসন্ধান কর্মকর্তা।
সারাবাংলা/এসজে/টিআর
ডিএসসিসি কর্মকর্তা ডিএসসিসি নির্বাহী প্রকৌশলী দুদক দুদকে তলব দুর্নীতি দমন কমিশন