Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নড়াইলের ঘটনা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২২ ২২:০৪

ঢাকা: নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে নাসরিনগরের ঘটনার ধারাবাহিকতা। এ বিষয়ে প্রশাসনের গাফিলতি আছে কি না তা তদন্তের দাবি জানিয়েছে ১৪ দল। সোমবার (১৮ জুলাই) ১৪ দলের বৈঠক শেষে জোটের সমন্বয়ক ও মুখপাত্র এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিকেলে রাজধানীর ইস্কাটনস্থ বাসভবনে ১৪ দলের নেতাদের নিয়ে বৈঠকে বসেন সমন্বয়ক।

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলার ঘটনায় ১৪ দল বিব্রত বলে জানান তিনি। আমির হোসেন আমু বলেন, নড়াইলের ঘটনা সাম্প্রদায়িক শক্তির উত্থান। এর আগে তারা ব্রাহ্মণবাড়িয়ার নাসরিননগরসহ অনেক জায়গায় এমন পরিস্থিতি সৃষ্টি করেছে। এটি দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত।

এছাড়াও, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানান আমির হোসেন আমু।

বিদুৎ পরিস্থিতি নিয়ে আমির হোসেন আমু বলেন, জ্বালানি সংকট এখন বৈশ্বিক সমস্যা। জ্বালানি তেল কিনতে হলে তেলের দাম বাড়বে, এর ফলে জনগণের ওপর চাপ বাড়বে। জনগনের কথা চিন্তা করে এলাকাভিত্তিক ২/১ ঘন্টা লোডশেডিংয়ের সরকারি সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করে ১৪ দল।

বৈঠকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃনাল কান্তি দাস, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/একেএম

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর