Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মামলা দ্রুত নিষ্পত্তিতে আইন কর্মকর্তাদের সহায়তা গুরুত্বপূর্ণ’

সারাবাংলা ডেস্ক
২০ জুলাই ২০২২ ২২:১১

চট্টগ্রাম ব্যুরো: মামলা দ্রুত নিষ্পত্তি করতে আইন কর্মকর্তাদের সহায়তা চেয়েছেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁইয়া।

বুধবার (২০ জুলাই) বিকেলে জেলা পিপি কার্যালয়ের উদ্যোগে জেলা জজ আদালত মিলনায়তনে ‘মামলা নিষ্পত্তিতে সরকারি আইন কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ বলেন, ‘সরকারি আইন কর্মকর্তারা মেধা, বুদ্ধিমত্তার মধ্য দিয়ে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনা করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সাহায্য করতে পারেন। রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে মামলায় তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আইন কর্মকর্তারা মামলা দ্রুত নিষ্পত্তিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আইনি যোগাযোগ রক্ষা করে সাক্ষী ও আলামতসহ সব বিষয়ে সহায়তা দিতে ও নিতে পারেন। ন্যায়বিচার প্রতিষ্ঠায় বেঞ্চ ও বারের সম্মিলিত প্রচেষ্টা ও মানবিকতা থাকতে হবে।’

একই সভায় চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমী বলেন, ‘বিচার বিভাগ স্বাধীন হওয়ার পর থেকে আইনজীবীদের সঙ্গে নিয়ে আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করছি। বর্তমান সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করে। সরকারি আইনজীবীরা রাষ্ট্রপক্ষ হয়ে কাজ করেন। তারাই পারেন মামলা দ্রুত নিষ্পত্তির কাজে সহায়তা করতে।’

চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রযন্ত্র স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনা করি। কাউকে সাজা দেওয়া বা কারাগারে আটক রাখা সরকারি আইনজীবীর কাজ নয়।‘

আইনজীবী মিলি চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পিপি আব্দুর রশীদ।

সারাবাংলা/আরডি/টিআর

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মামলা দ্রুত নিষ্পত্তি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর