Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮টার পর খোলা রাখায় ৬ প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২২ ২৩:১৯

বগুড়া: জেলা শহরে রাত ৮টার পরও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৬টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সেই সঙ্গে অর্থদণ্ড দেওয়া হয়েছে ৯ প্রতিষ্ঠানকে।

বগুড়া জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বুধবার (২০ জুলাই) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এই অভিযান চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার ও জান্নাতুল নাইমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শহরের সাতমাথার লোটো শো-রুম, শেরপুরে রোডে আরএফএল’র দু’টি শো-রুম ও দুইটি ফার্নিচারের দোকান এবং একটি টাইলসের দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো-১) কর্মীরা সেই আদেশ বাস্তবায়ন করেন। একইসঙ্গে, ৯টি প্রতিষ্ঠানের এক হাজার ৮০০টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম জানান, সরকারি আদেশ বাস্তবায়নে রাত ৮টার পর বিদ্যুৎ বন্ধকরণে (সরকারি আদেশে নির্ধারিত শপিংমল, বিপণিকেন্দ্র ও অত্যাবশকীয় নয় এমন ব্যবসা কেন্দ্র) এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেসকো-১, বগুড়া জেলা পুলিশ ও বগুড়া এপিবিএন সদস্যরা সহযোগিতা করেন।

সারাবাংলা/একেএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর