Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবা-আগ্নেয়াস্ত্রসহ ১৪ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২২ জুলাই ২০২২ ১৬:১১

নোয়াখালী: জেলা শহরের শীর্ষ সন্ত্রাসী ও ১৪ মামলার পলাতক আসামি এলমান এবং তার সহযোগী সবুজকে গ্রেফতার করেছে সুধারাম থানার পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮০পিস ইয়াবা ও একটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (২২ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটে নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুর রশিদ কলোনী থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত মো.এলমান (২৫) নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে এবং তার সহযোগী সন্ত্রাসী সবুজ (২২) উপজেলার দরবেশ গ্রামের আব্দুল মালেকের ছেলে।

পুলিশ জানায়, কয়েক মাস আগে সন্ত্রাসী এলমান ও তার সহযোগীরা সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসারকে চাঁদার দাবিতে হাতুড়ি দিয়ে পেটিয়ে গুরুত্বর আহত করে। তিনি ওই মামলার প্রধান আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। তিনি এলাকার চিহিৃত দুর্ধর্ষ সন্ত্রাসী।

সুধারাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী এলামান ও তার সহযোগী সবুজকে ইয়াবা ও অস্ত্রসহ গ্রেফতার করা হয়। ওই সময় তাদের থেকে ৮০ পিস ইয়াবা ও একটি দেশে তৈরি এলজি জব্দ করা হয়। এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এনএস

আগ্নেয়াস্ত্র আসামি গ্রেফতার নোয়াখালী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর