ঢাকা: উত্তর সিরিয়ার ইদলিব প্রদেশে রুশ বিমান হামলায় ৭ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে একই পরিবারের ৪ শিশু রয়েছে। সিরিয়ায় হোয়াইট হেলমেট নামে পরিচিত সিভিল ডিফেন্সের তরফ থেকে এ দাবি করা হয়েছে। এছাড়া নিহতদের পরিবারের সদস্য এবং চিকিৎসক কর্মকর্তারাও এ তথ্য নিশ্চিত করেছেন।
আল জাজিরার খবরে বলা হয়, শুক্রবার (২২ জুলাই) আল জাদিদাহ নামক গ্রামে বিমান হামলা চালায় রাশিয়ার বিমান। গ্রামটি জিসর আল শুঘউর নামক শহরের পাশে অবস্থিত। এ হামলায় আরও ৮ শিশুসহ ১২ জন আহত হয়েছেন।
স্থানীয় একটি মনিটরিং গ্রুপের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, রাশিয়ার দু’টি এসইউ-৩৪ যুদ্ধবিমান ভোর চারটার দিকে ওই গ্রামটিতে হামলা চালায়। ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামক একটি সংস্থাও আল জাজিরাকে জানিয়েছে, রুশ বিমান ওই গ্রামে চারটি স্থানে হামলা চালিয়েছিল।
হোয়াইট হেলমেটের ডেপুটি ডিরেক্টর মুনির আল মুস্তাফা আল জাজিরাকে বলেছেন, এলাকাটিতে সাতটি মৃতদেহ পাওয়া গেছে। এছাড়া ১২ জন আহতকে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি জানান, আল জাদিদার উপকণ্ঠে একটি মুরগির খামার এবং বাস্তুচ্যুত একটি পরিবার রুশ বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল।
আল মুস্তাফা আল জাজিরাকে আরও বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে ক্ষতিগ্রস্তদের বের করতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছিল। তখনও রুশ বিমানগুলো আকাশে উড়ছিল। স্থানীয় হাসপাতালের সার্জন আহমেদ আল খতিব আল জাজিরাকে জানিয়েছেন, তার হাসপাতালে ১২ জন আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বেশিরভাগই শিশু। চার শিশুসহ ৭ জন মারা গেছেন। শিশুদের বয়স এক থেকে সাত বছরের মধ্যে।