Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২২ ১৬:৩৭

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গে তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন এই তিনজন। তারা বিভিন্ন সময় মারা যান।

গত ১৩ তারিখে করোনায় আক্রান্ত হয়ে এক মৃত্যু হয়েছে। এছাড়া গত ১২ জুলাই রাতে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে করোনা উপসর্গে ৭০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। গত মে মাসের প্রথম দিকে করোনা ও করোনা উপসর্গে দু’জনের মৃত্যু হয়েছিল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকাল ৮টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগী ছিলেন ১৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন কোনো রোগী ভর্তি হননি। ছাড়পত্রও পাননি কেউ। বর্তমানে হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনযুক্ত ৩০ নম্বর ওয়ার্ডে ২৪টি শয্যা আছে।

আগের দিন শুক্রবার রাজশাহীর ১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে একজনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৭.৬৯ শতাংশ।

সারাবাংলা/এমও

৩ জনের মৃত্যু করোনা উপসর্গ রাজশাহী

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর