Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিল্লিতে রাহুল গান্ধী আটক

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২২ ১৬:৪৩

ঢাকা: ভারতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে আটক করেছে সেদেশের পুলিশ। মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানী দিল্লিতে বিক্ষোভের সময় পুলিশ তাকে আটক করে। এসময় আরও কয়েকজন কংগ্রেস নেতাকেও আটক করে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

মঙ্গলবার দ্রব্যমূল্য বৃদ্ধি, বিরোধীদের দমনপীড়নসহ বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ চলে। একই দিন, রাহুলের মা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি-সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এসব ইস্যুতে বিক্ষোভ-সমাবেশে অংশ নিয়েছেন কংগ্রেসের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

যেসময় রাহুলকে আটক করা হয় তখন সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তদন্ত সংস্থা ইডির অফিসে অবস্থান করছিলেন। অন্যদিকে রাহুল গান্ধী দিল্লির পার্লামেন্ট এলাকার রাজপথ নামক স্থানে বিক্ষোভে যোগ দেন।

বিক্ষোভরত কংগ্রেস নেতাদের ধরপাকড় শুরু করে পুলিশ। রাহুলের সঙ্গে থাকা কংগ্রেস নেতাদের আটক করলে এক পর্যায়ে তিনি একা বসে প্রতিবাদ চালিয়ে যান। এভাবে প্রায় ৩০ মিনিট পার হওয়ার পর সবার শেষে রাহুল গান্ধীকেও আটক করে পুলিশ।

আটকের সময় রাহুল সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেন, ভারত একটি পুলিশ রাষ্ট্রে পরিণত হয়েছে, মোদি এই দেশের একজন রাজা।

সারাবাংলা/আইই

রাহুল গান্ধী

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর