Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উন্নয়নের গতি বাড়াতে দ্রুত কাজ শেষের নির্দেশ পরিকল্পনামন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২২ ১৬:৪৭

এম এ মান্নান, ছবি: সারাবাংলা

ঢাকা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দ্রুত কাজ করার মধ্য দিয়ে সৃজনশীলতা দেখাতে হবে। পরিকল্পনা কমিশনের কাজ যত দ্রুত হবে উন্নয়নের গতি ততই বাড়বে। সেই সঙ্গে সরকার প্রধানের দেওয়া নির্দেশনাগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে।’

মঙ্গলবার (২৬ জুলাই) পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীর অবসরজনিত ছুটি উপলক্ষে বিদায় অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরিকল্পনা বিভাগের নতুন সচিব মামুন-আল-রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এতে বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের সদস্য সত্যজিৎ কর্মকার একে এম ফজলুল হক, কার্যক্রম বিভাগের প্রধান আহসান হোসেন, বিদায়ী সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, ডেভলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) সভাপতি হামিদ-উজ-জামানসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান বলেন, ‘প্রদীপ তার কর্মতৎপরতা দিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে গেছেন। তার জন্য শুভকামনা সবসময়। এই চত্বরে কাজের পরিবেশ ভাল। আপনারা (কর্মকর্তারা) যতটুকু প্রয়োজন এর কমও করবেন না, আবার বেশিও করবেন না ‘

বিদায়ী সচিব প্রদীফ রঞ্জন চক্রবর্তী বলেন, ‘আমার বাবা শিক্ষক ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তাকে হত্যা করা হয়। শহিদ পরিবার হিসেবে দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার মাকে ২ হাজার টাকা ও একটি চিঠি দিয়েছিলেন। সেই টাকায় ওই সময় আমাদের পরিবার ঘুরে দাঁড়িয়েছিল। আজ আমি সচিব হিসেবে কর্মজীবন শেষ করছি। এটা অনেক বড় পাওয়া।’

সারাবাংলা/জেজে/এনএস

এম এ মান্নান


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর