Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৪ ১৬:১০ | আপডেট: ৯ অক্টোবর ২০২৪ ১৭:১৭

সুনামগঞ্জ: বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় কারাগারে থাকা সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুর করেছে আদালত।

বুধবার (৯ অক্টোবর) বেলা ৩ টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন মঞ্জুর করেন। বয়স ও অসুস্থতা বিবেচনায় তার জামিন হয়েছে বলে জানিয়েছে আদালত।

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন মান্নানের পক্ষের আইনজীবী আব্দুল হামিদ। তিনি বলেন, ‘সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান হাসপাতালে ভর্তি আছেন। আমরা আদালতকে সব কিছু বুঝিয়ে বলেছি। আদালত আমাদের কথা শুনেছে এবং সাবেক পরিকল্পনামন্ত্রীর বয়স ও অসুস্থতা বিবেচনা করে ২০ হাজার টাকা বহন দিয়ে তাকে জামিন দিয়েছে। এই রায়ে আমরা সন্তুষ্ট। ‘

তবে মান্নানের জামিন শুনানির সময় আদালতে বাদীপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন না।

বাদী পক্ষের আইনজীবী মাশুক আলম বলেন, ‘হঠাৎ করেই সাবেক পরিকল্পনামন্ত্রীর জামিন শুনানির দিন ঠিক করা হয়। আমরা সকলে তার বিরোধীতা করলে আদালতের বিচারক এজলাস ছেড়ে চলে যান। পরে তিনি দুপুর ২টা ৩০ মিনিটে আবারও শুনানির কথা বললে আমরা সেই শুনানিতে উপস্থিত না হয়ে বয়কট করেছি। আদালত এক পক্ষের কথা শুনে সাবেক এই মন্ত্রীকে জামিন দিয়েছেন যা দুঃখজনক। ‘

এর আগে সকালে এম এ মান্নানের জামিন শুনানি নিয়ে আদালতের এজলাস আইনজীবীদের হট্টগোল হলে এজলাস ছাড়েন বিচারক।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী ৯৯ জনকে বাদী করে সুনামগঞ্জের আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে দ্রুত বিচারে চেয়ে এ মামলা করেন। মূলত এই মামলায় কারাগারে ছিলেন সাবেক এই মন্ত্রী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচ/এসডব্লিউআর

এম এ মান্নান জামিন মঞ্জুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর