Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের রেকারের চাপায় প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২২ ২২:৫৬

ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের তিন নম্বর গেটের সামনে পুলিশ রেকারচাপায় মোটরসাইকেল চালক মাহতাব আহমেদ তাসিন (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাসিন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের কেরানীগঞ্জ শাখার দশম শ্রেণিতে পড়তো।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত সোয়া ৯টার দিকে স্টেডিয়াম গেটেরর সামনে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী নুর হোসেন জানান, রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের তিন গেটের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল ওই শিক্ষার্থী। এসময় পুলিশের রেকার গাড়ির চাপায় গুরুতর আহত হয় সে। তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সংবাদ পেয়ে তাসিনের আত্মীয়-স্বজন ঢাকা মেডিকেলে আসেন। তাসিনের মা কাকলী আক্তার জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মনদগাঁও গ্রামে। বর্তমানে ওয়ারী স্ট্রিট বলধা গার্ডেনের সামনে একটি বাসায় ভাড়া থাকে। দুই ভাই এক বোনের মধ্যে তিসান ছিল ২য়।

তিনি আরও বলেন, ‘তিসান বিকালে বাসা থেকে বের হয়। পরে কোনো এক বন্ধুর মোটরসাইকেল চালাচ্ছিল সে। রাতে দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে এসে তাসিনের মৃতদেহ দেখতে পাই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমও

পুলিশের রেকারচাপা স্কুল শিক্ষার্থী স্কুল শিক্ষার্থীর মৃত্যু স্টেডিয়াম এলাকা

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর