Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রীর মানবিকতায় গরিব মানুষ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২২ ১৪:১৪

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা থেকেই প্রধানমন্ত্রী মানুষের কল্যাণে এ সব কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর মানবিকতার কারণে গরিব মানুষ বিনামূল্যে চি‌কিৎসা‌সেবা পা‌চ্ছে।

শনিবার (৩০ জুলাই) সকা‌লে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় ভুলতা স্কুল এন্ড ক‌লেজ মাঠে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সহযোগিতায় ও নারায়ণগঞ্জ জেলা সমিতির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে মন্ত্রী এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ জেলা স‌মি‌তি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন সবসময় দুঃস্থ, গরিব ও অসহায় মানুষের কল্যা‌ণে কাজ করে এগিয়ে যাবে উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, ‘নারায়ণগঞ্জ জেলা স‌মি‌তি ও যমুনা ব্যাংক ফাউ‌ন্ডেশন অসহায় মানুষকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। দুঃস্থ ও অসহায় মানুষের চি‌কিৎসাসেবায় এগিয়ে এসেছে নারায়ণগঞ্জ জেলা স‌মি‌তি ও যমুনা ব্যাংক ফাউ‌ন্ডেশন। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে রূপগঞ্জের রূপসী এলাকায় ডায়ালাইসিস সেন্টার করা হচ্ছে। আগামী দুইমাসের মধ্যে রূপগঞ্জের গরিব রোগীরা সেখানে বিনামেূল্যে ডায়ালাইসিস করা‌তে পারবেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক কে এম আবু হানিফ হৃদয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. আসলাম হোসেন, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা, রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রাণী পাল, নারায়ণগঞ্জ জেলা স‌মি‌তির আজীবন সদস্য সিরাজুল ইসলাম ভূঁইয়াসহ অনেকে।

বিজ্ঞাপন

চিকিৎসা ক্যাম্পে মেডিসিন, নিউরো ও মেডিসিন, কার্ডিয়াক সার্জারি, মা ও শিশু, হৃদরোগ ও মেডিসিন, ডায়বেটিকস্, চর্ম, যৌন ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা দিনব্যাপী ১২ শতা‌ধিক রোগীদের মধ্যে চিকিৎসাপত্র ও ওষুধ বিতরণ করেন।

সারাবাংলা/একে

গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর