Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুরে বজ্রপাতে কৃষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২২ ১৪:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুর: কৃষিকাজ করার জন্য মাঠে যাওয়ার পথে বজ্রপাতে সুন্নত আলী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে জেলার সদর উপজেলার উজলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুন্নত আলী ওই গ্রামের বকুল মন্ডলের ছেলে।

মেহেরপুর সদর থানা ওসি (ভারপ্রাপ্ত) মেজবাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি জানান, কৃষক সুন্নত আলী সোমবার সকালে কৃষিকাজ করার উদ্দেশ্যে মাঠে রওনা হন। পথিমধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হলে তিনি চাঁতালের মাঠে একটি কদম গাছের নিচে আশ্রয় নেন। এসময় বজ্রপাত সুন্নত আলীর শরীরে আঘাত হানলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

বজ্রপাতে কৃষক নিহত মেহেরপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর