Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসীম ধৈর্য্যের পরীক্ষা দিতে হয়: চবি উপাচার্য

চবি করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২২ ২১:১০

চট্টগ্রাম ব্যুরো: ঘোষিত পুর্ণাঙ্গ কমিটি পুনর্গঠনের দাবিতে ছাত্রলীগ একাংশের ডাকা অবরোধ প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড.শিরীণ আখতার বলেছেন, ছাত্ররা যেহেতু আন্দোলন করছে সেহেতু হার্ডলাইনে গেলে পরিস্থিতি অন্যদিকে চলে যায়। এজন্য অসীম ধৈর্য্যের পরীক্ষা দিতে হয়।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন চবি উপাচার্য।

উপাচার্য শিরীণ আখতার বলেন, ‘অবরোধকারীরা আমাদের ছাত্র বলেই কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। পুরো বিশ্ববিদ্যালয় অসুবিধায় পড়ে এমন সিদ্ধান্ত নিতে পারি না।’ লোকমাস্টারকে অপহরণের বিষয়ে উপাচার্য এক প্রশ্নের জবাবে বলেন, ‘রেলওয়ের কাছ থেকে খবর পেয়েছি, তারা কষ্ট পেয়েছেন। আমরা তদন্ত করে এর স্থায়ী সমাধানের চেষ্টা করব। আজকালের মধ্যেই একটা তদন্ত কমিটি গঠন করা হবে। ক্ষয়ক্ষতির পরিমাণও তখন জানা যাবে। এখন থেকে শাটল ট্রেন ও শিক্ষক বাস চলাচল করবে। কাল থেকে পুরোদমে ক্লাস-পরীক্ষা চলবে।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘একটা সংগঠনের কমিটিতে কে আসবে, কে আসবে না, এখানে বিশ্ববিদ্যালয়ের কোনো হাত নেই। তারপরেও আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। এজন্যই আন্দোলন প্রত্যাহার হয়েছে। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের অতীতেও ব্যবস্থা নেওয়া হয়েছে, আগামীতেও অব্যাহত থাকবে। এ ধরণের কাজে জড়িত থাকলে প্রশাসন কঠোর ব্যবস্থা নিবে।’

এর আগে, আগে সকাল ১১টায় উপমন্ত্রী ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি বলেন, ‘ছাত্র সংগঠনের পদ-পদবির বিষয়ে কোনো দাবিদাওয়া থাকলে সংগঠনের যেকোনো কর্মী নেতৃবৃন্দের সাথে আলোচনা করতে পারে। কোনো সাংগঠনিক দাবি থাকলে সেটি সংগঠনকে সাথে নিয়ে সমাধান করা যায়। কিন্তু সাংগঠনিক বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিনষ্ট করা, ভাংচুর করা, অপহরণ করা, অপরাধের হুমকি দেওয়া, হত্যার হুমকি দেওয়া কোনোভাবেই ছাত্র সংগঠনের আদর্শিক কর্মীর কাজ হতে পারে না।’

তিনি আর বলেন, ‘যারা এসব করছে তারা নিজেদের ব্যক্তি স্বার্থেই অরাজকতা করছে। এদের কাছে সংগঠন বা শিক্ষার মূল্য আছে বলে মনে হয় না। নিজেদের সাংগঠনিক দাবিতে অপরাধমূলক সহিংসতা যারা করছে, তাদের বিষয়ে সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অত্যন্ত কঠোর হওয়া প্রয়োজন।’

মূলত উপমন্ত্রীর এই ফেসবুক স্ট্যাটাস দেওয়ার ১৫ মিনিটের মধ্যেই চবিতে অবরোধ প্রত্যাহারের ঘোষণা আসে।

সারাবাংলা/সিসি/পিটিএম

চবি উপাচার্য


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর