Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজী অটো টায়ারের বিমা দাবি চেক হস্তান্তর ফেডারেল ইন্স্যুরেন্স’র

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২২ ১৪:৩১

ঢাকা: গাজী গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গাজী অটো টায়ারের বিমা দাবির চেক হস্তান্তর করেছে ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি। দাবি অনুযায়ী, ২ কোটি ২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৩ আগস্ট) দুপুরে গাজী টিভি ভবনে এই চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম আশরিয়া ও নির্বাহী পরিচালক মো. সালাউদ্দিন চৌধুরী।

ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহিবুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক এমএম মহিউদ্দিন চৌধুরী ও উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম সেলিম।

মোহাম্মদ মহিবুল্লাহ সারাবাংলাকে বলেন, ২০২১ সালের ২১ জুন শ্রীলঙ্কার বন্দরে জাহাজ এক্সপ্রেস পল অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ওই জাহাজে গাজী অটো টায়ারের মালামাল ক্ষতিগ্রস্ত হয়। গাজী অটো টায়ারের বিমা করা ছিল ফেডারেল ইন্স্যুরেন্সে। গাজী অটো টায়ারের বীমা দাবি অনুযায়ী আজকে চেক হস্তান্তর করা হলো।

সারাবাংলা/ইউজে/এএম

গাজী অটো টায়ার টপ নিউজ ফেডারেল ইন্স্যুরেন্স


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর