Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেলক্রসিংয়ে দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২২ ১৬:০৩

ফাইল ছবি

ঢাকা: সারাদেশের রেলক্রসিংয়ে দুর্ঘটনাগুলোর বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন মহিউদ্দিন রনি। রিটে চট্টগ্রামের মিরসরাই ও গোপালগঞ্জে রেল দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

বুধবার (৩ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনি এ রিট দায়ের করেন।

এ রিটে আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এসব দুর্ঘটনা তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। আইন সচিব, রেল সচিব ও স্বরাষ্ট্র সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

রিটকারীর আইনজীবী তাপস কান্তি বল সারাবাংলাকে বলেন, সারাদেশের রেলক্রসিংয়ে ঘটে যাওয়া দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে চট্টগ্রামের মিরসরাই ও গোপালগঞ্জে রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আজ রিট আবেদনটি নিয়ে আমরা হাইকোর্টের একটি বেঞ্চে গিয়েছিলাম। ওই বেঞ্চের জুনিয়র বিচারক রিটটি শুনতে অপারগতা প্রকাশ করায় এখন রিটটি নিয়ে আমরা আরেকটি বেঞ্চে যাব।’

সম্প্রতি চট্টগ্রামের মিরসরাই ও গোপালগঞ্জে অরক্ষিত রেলক্রসিংয়ে দুর্ঘটনা ঘটে। এতে অনেক বহু মানুষ হতাহত হয়।

সারাবাংলা/কেআইএফ/এনএস

বিচার বিভাগীয় তদন্ত রেলক্রসিংয়ে দুর্ঘটনা হাইকোর্টে রিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর