Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘একক ক্ষমতা নিয়ে আর চলতে পারবে না আওয়ামী লীগ’

সারাবাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২২ ২১:৪১

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ’র কেন্দ্রীয় উপদেষ্টা খালেকুজ্জামান বলেছেন, ‘দেশ আজ এক গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত। শাসকদল আওয়ামী লীগ উন্নয়নের ফানুস উড়িয়ে জনগণের কাছ থেকে এই সংকট আড়াল করতে চায়। কিন্তু দেশের বাইরের চাপে এবং ভেতরের উত্তাপে শাসকদল বুঝতে পারছে, এককভাবে ক্ষমতার সবটুকু নিয়ে তারা আর চলতে পারবে না। এ জন্য তারা এখন জাল-জালিয়াতির নতুন কৌশল নিয়ে এগোচ্ছে। এ অবস্থায় বাম প্রগতিশীল রাজনৈতিক দল ও ব্যক্তির ঐক্যই একমাত্র এ পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে পারবে।’

বিজ্ঞাপন

শুক্রবার (৫ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে বাসদ চট্টগ্রাম জেলার উদ্যোগে ‘বিদ্যমান রাজনৈতিক সংকট ও উত্তরণে করণীয়’ শীর্ষক সুধী সভায় তিনি এ সব কথা বলেন।

সভায় বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, ‘দেশ থেকে টাকা ‍লুট হয়ে বিদেশে চলে যাচ্ছে। প্রতিবছর গড়ে ৭৩ হাজার কোটি টাকা পাচার হচ্ছে যা দিয়ে তিনটি পদ্মাসেতু নির্মাণ সম্ভব। শুধুমাত্র দুর্নীতি নয়, মানুষের বিশেষ করে নারীদের নিরাপত্তা আজ হুমকির মুখে। কেবল ২০২১ সালে ধর্ষণের শিকার হয়েছে ১ হাজার ৩২১ জন নারী। বেশিরভাগ ঘটনায় শাসকদলের লোকজন জড়িত। এর ফলে বিচারও হয়নি। সরকারের সমালোচনা করলে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হচ্ছে। অনেক শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, প্রতিবাদী নাগরিক হয়রানির শিকার হয়েছেন।’

‘সাম্প্রদায়িকতার বিস্তার ঘটছে। অথচ প্রশাসন ও সরকার নির্বিকার। পুলিশের সামনে গলায় জুতার মালা পড়িয়ে শিক্ষক অবমাননার মতন ঘটনা ঘটেছে। ক্ষমতাসীনরা হেফাজতসহ মৌলবাদী দলগুলোর সঙ্গে আঁতাত করছে। এটি মুক্তিযুদ্ধের চেতনার প্রতি বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়। সরকার যতই উন্নয়নের কথা বলুক না কেন, মুষ্টিমেয় ব্যবসায়ী ও দলীয় লোকজনের দাপট ছাড়া আর কিছুরই উন্নয়ন হয়নি।’

বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়ের সভাপতিত্বে ও সদস্য রায়হান উদ্দীনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহ-সভাপতি প্রকৌশলী সুভাষ বড়ুয়া ও নির্বাহী সদস্য প্রকৌশলী দেলেয়ার মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেসাইন কবির, গণমুক্তি ইউনিয়ন চট্টগ্রাম জেলা সভাপতি রাজা মিয়া এবং কক্সবাজারের বাসদ নেতা মুজিবুল হক।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একে

খালেকুজ্জামান বাসদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর