Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপ্তাই হ্রদে ডুবে পর্যটকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২২ ২০:০৩

কাপ্তাই হ্রদ [ফাইল ছবি]

রাঙ্গামাটি: কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে রুবায়েত ইসলাম (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে কাপ্তাই হ্রদের সদর উপজেলাধীন দারোগার পাহাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

এদিকে বিকাল সাড়ে ৫টার পর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানিয়েছে, শনিবার (৬ আগস্ট) দুপুরে কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোট নিয়ে ঘুরতে বের হন চট্টগ্রাম থেকে বেড়াতে আসা ৪ বন্ধু। পরে দুপুর আড়াইটার দিকে হ্রদে গোসল করতে নেমে তলিয়ে যান রুবায়েত ইসলাম। তিনি চট্টগ্রামের পাহাড়তলী থানার বাসিন্দা বলে জানা গেছে।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের স্টেশন অফিসার মো. বিল্লাল হোসেন বলেন, ‘দুপুরে কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যান ওই যুবক। পরে আমরা বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে তার মরদেহ উদ্ধার করি। মরদেহ কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বিজ্ঞাপন

রাঙ্গামাটির কোতোয়ালী থানার ওসি মো. কবির হোসেন জানান, ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমও
বিজ্ঞাপন

আরো