Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২২ ২২:২৭

ফাইল ছবি

গাইবান্ধা: গোবিন্দগঞ্জে জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে এক শিশু। শনিবার (৬ আগস্ট) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে উপজেলার তালুককানুপুর ইউনিয়নে।

নিহত শিশুর নাম মো. সাগর মিয়া। সে ওই ইউনিয়নের নোদাপুর গ্রামের কৃষক সাদা মিয়ার ছেলে। সাগর পার্শ্ববর্তী জামালপুর সোলাইমানিয়া নূরানী হাফেজিয়া মাদরাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের স্বজনরা জানিয়েছেন, শনিবার ভোর রাত থেকে প্রচণ্ড বৃষ্টি ও বাতাসের কারণে তাদের বাড়ির পাশের জমিতে স্থাপিত সেচপাম্পের বৈদ্যুতিক তার মাটিতে পড়ে যায়। শিশু সাগর মিয়া তারটি ধরে সরাতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঙ্গে সঙ্গেই মারা যায়।

তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মাস্টার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এমও

গোবিন্দগঞ্জ বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর