Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ২৯

আন্তর্জাতিক ডেস্ক
৭ আগস্ট ২০২২ ১৬:৫২

ঢাকা: ফিলিস্তিনে ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯ এ দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে কমপক্ষে ৬ শিশুও রয়েছে। রোববার (৭ আগস্ট) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদ মাধ্যমে এ তথ্য জানিয়েছে। গত শুক্রবার থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় লাগাতার বিমান হামলা চালিয়ে আসছে ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলি হামলায় আহতের সংখ্যা আড়াইশ ছাড়িয়েছে। এদিকে ইসরাইলি কর্তৃপক্ষ পাল্টা দাবি করে বলেছে, ফিলিস্তিন থেকে ছুঁড়া মিসাইল ইসরাইলি পৌঁছানোর আগেই গাজায় আঘাত হানে। ওই মিসাইলের আঘাতে শিশুদের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

ইসরাইলের দাবি, শুক্রবার থেকে প্রায় ৬০০ ফিলিস্তিনি রকেট ও মর্টার ছুঁড়া হয়েছে। ফিলিস্তিনভিত্তিক স্বাধীনতাকামী সংগঠন আল কুদুসও জানিয়েছে তারা ইসরাইলি বিমান হামলার জবাবে ইসরাইলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।

টানা তিনদিনের বিমান হামলায় ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গ্রুপের দ্বিতীয় সর্বোচ্চ নেতার মৃত্যু হয়ে বলেও দাবি করেছে ইসরাইল।

সারাবাংলা/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

সম্পর্কিত খবর