যৌতুকের দাবিতে বগুড়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ
৭ আগস্ট ২০২২ ১৯:০৯
বগুড়া: গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নে যৌতুকের দাবিতে মিম (২৫) নামে এক গৃহবধূকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন চালিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
রোববার (৭ আগস্ট) পুলিশ জানায়, প্রায় ৭ বছর আগে বালিয়াদিঘী তল্লাতলা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে মিমের সঙ্গে পাশের কালাইহাটা উত্তরপাড়া এলাকার ইব্রাহিম মন্ডলের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে মিমকে আরও যৌতুকের দাবিতে নির্যাতন করা হচ্ছিল।
গতকাল শনিবার রাতেও তাকে নির্যাতন ও মারপিট করা হয়। রাত সাড়ে ১২টার দিকে তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মামলা দায়ের হয়েছে। ঘটনায় অভিযুক্ত ইব্রাহিমকে গ্রেফতার ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে।
সারাবাংলা/এমও